আওয়ার ইসলাম: গর্ভপাত নিষিদ্ধ করে বিল পাস করেছেন মার্কিন অঙ্গরাজ্য আলাবামার আইনপ্রণেতারা। মঙ্গলবার (১৪ মে) অঙ্গরাজ্যটির আইনসভার উচ্চকক্ষ সিনেট থেকে বিলটি পাস হয়। বিল অনুসারে, ধর্ষণ বা অজাচারের ক্ষেত্রেও গর্ভপাত ঘটানো যাবে না।
পাস হওয়া বিলটি এখন অঙ্গরাজ্যটির রিপাবলিকান গভর্নর ক্যা আইভির কাছে যাবে। তিনি এতে স্বাক্ষর করলেই বিলটি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হবে। যদিও তিনি এতে স্বাক্ষর করবেন কিনা এ বিষয়ে কিছু বলেননি, তবে তিনি গর্ভপাতবিরোধী হিসেবেই পরিচিত।
কেপি