বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

ভারতীয় বিমানের জন্য বন্ধই থাকবে পাকিস্তানের আকাশপথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতকে আকাশপথ ব্যবহার না করতে দেওয়ার সিদ্ধান্তে অনড় পাকিস্তান। বুধবার ইসলামাবাদ জানিয়েছে, আগামী ৩০ মে অবধি ভারতের বিমানগুলোর ওপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে এরপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে না উঠে যাবে, তারও কোনও আভাস পাওয়া যায়নি।

পাকিস্তানের প্রতিরক্ষা ও বিমান পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, ভারত থেকে কোনও বিমানই পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না। ঘুরপথে যেতে হবে গন্তব্যে। এমনকি পাকিস্তান থেকে কোনও বিমানও নয়াদিল্লি, ব্যাঙ্কক ও কুয়ালালামপুরে নামতে পারবে না। এই নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী ৩০ মে পর্যন্ত।

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়কমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর কথায়, “দুই দেশের সম্পর্কের উন্নতির কোনও সম্ভাবনা দেখছি না। ভারতে যতদিন নির্বাচন চলবে, ততদিন পাকিস্তানের আকাশপথ ভারতীয় উড়ানের জন্য পুরোপুরি বন্ধ থাকবে। নির্বাচন শেষে নতুন সরকার গঠনের পর পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

পাকিস্তানি আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় ইতোমধ্যেই প্রায় ৩০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থা সূত্রে খবর, প্রতিদিন যেখানে ৩৫০ বিমান পাকিস্তানের আকাশসীমা পেরিয়ে যাতায়াত করতো, সেখানে এখন বিমানের সংখ্যা খুবই কম। তার উপর দীর্ঘ পথ ঘুরে যেতে সময় ও অর্থ দুইয়েরই অপচয় হচ্ছে। ফলে জ্বালানি সংকটও দেখা দিয়েছে। পাকিস্তানি সরকারের কড়াকড়ির ফলে ইউরোপ ও উত্তর আমেরিকাগামী বিমানগুলো মূলত সমস্যার মুখে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ