বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

উত্তরাখণ্ডে মাদ্রাসা বানাচ্ছে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খবরটা হতচকিত হওয়ার মতো বটেই, আরএসএস বানাচ্ছে মাদ্রাসা ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মতাদর্শিক সংগঠন হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। কোথায় তারা এই মাদ্রাসা বানাচ্ছে তা শুনে আরও একদফা চমকাতে হবে। “দেবভূমি” বলে পরিচিত হরিদ্বারে হচ্ছে এই মাদ্রাসা। ইতোমধ্যেই জমি কেনা হয়েছে।

অনেকদিন ধরেই আরএসএস বলছে, তারা ভারতজুড়ে মাদ্রাসা বানাবে। এবার তা বাস্তব হচ্ছে উত্তরাখণ্ডে। আরএসএস-এর মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য প্রধান সীমা জাভেদ একথা স্বীকার করেছেন। এটিই হবে সংঘ পরিচালিত প্রথম মাদ্রাসা। জমি কেনা হয়ে গেছে। শিগগিরই শুরু হবে নির্মাণকাজ।

এমআরএম-এর রাজ্য সংগঠনের প্রধান সীমা জাভেদ জানান, জমি কেনা হয়ে গেছে। মাদ্রাসা তৈরির কাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই। সিলেবাসে কী কী পাঠক্রম থাকবে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছামতোই সাজানো হয়েছে। মোদি চান, শিক্ষার্থীদের এক হাতে থাকবে কোরান, অন্য হাতে কম্পিউটার।

এর আগে উত্তরপ্রদেশে পাঁচটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল এমআরএম। মোরাদাবাদ, হাপুর, বুলন্দশহরে একটি ও মুজাফফরনগরে দু’টি।

এমআরএম-এর জাতীয় উপ-সাংগঠনিক সম্পাদক তুষার কান্ত হিন্দুস্তানি বলেন, ‘আমরা চাই না মাদ্রাসায় শুধু কাজী, ক্বারী, ইমাম, মাওলানা, মুফতি তৈরি না হয়। বরং তাদের মধ্যে থেকেও ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, বিজ্ঞানী তৈরি হোক।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ