বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

৮ বছরে ১০৬ ভাষা জানে যে বালক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কী বলবেন তাকে? বিস্ময় বালক? ধারালো মগজাস্ত্রের অধিকারী? যে ট্যাগই সাঁটুন না কেন, মাত্র ৮ বছর বয়সে ১০৬টি ভাষা শিখে তাক লাগিয়ে দিয়েছে ভারতের চেন্নাইয়ের এই মুহূর্তের সুপারহিরো নিয়াল থগুলুভা।

ইন্টারনেট আর ইউটিউবের সাহায্যে ইতোমধ্যেই ১০৬টি ভাষায় নিয়াল কথা বলতে পারে অবলীলায়। লিখতেও পারে নিজের মাতৃভাষার মতোই। উচ্চারণে যাতে কোনও খুঁত না থাকে, তার জন্য বাড়িতে আলাদা করে মা-বাবার কাছে ভাষাগুলো রপ্ত করছে সে।

কী করে ভাষার প্রতি এত টান জন্মালো খুদে ভাষাবিদের? নিয়ালের কথায়, ‘আমি নিজেই জানি না। ধীরে ধীরে নেট আর ইউটিউব ঘাঁটতে ঘাঁটতেই বোধহয় আগ্রহী হলাম ভাষার ব্যাপারে। এভাবেই একসময় দেখলাম, ১০৬টি ভাষা শিখে ফেলেছি। এর মধ্যে ১০ ভাষা ঠোঁটস্থ। আপাতত আরও পাঁচটি ভাষা শিখছি।'

বাবা শঙ্কর নারায়ণ ছেলের এই বিরল প্রতিভার জন্য ধন্যবাদ জানিয়েছেন সৃষ্টিকর্তাকে। একইসঙ্গে তার বক্তব্য, ‘গত বছর থেকে হঠাৎ করেই ছেলের মধ্যে এই আগ্রহ জন্মালো। প্রথম প্রথম ভাবতাম, ছেলেমানুষী ঝোঁক। নিজে থেকে হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজে থেকেই হয়তো কমে যাবে। পরে দেখি, আগ্রহ কমার বদলে বাড়ছে! তখন সাপোর্ট করে তার পাশে দাঁড়ালাম। একবছরের মধ্যে এত অল্পবয়সে একের পর এক ভাষা শিখতে শিখতে আজ ১০৬টি ভাষা ছেলের দখলে।'

স্কুলের পড়াশোনার পাশাপাশি আপাতত ভাষা নিয়েই মজে আছে নিয়াল। পৃথিবীর সমস্ত ভাষা জানতে চায় সে। জলের মতো করে কণ্ঠবন্দি করতে চায় তাদের। নতুন করে আবিষ্কার করতে চায় অবলুপ্ত ভাষাও। নিয়াল এখন তার সহপাঠীদের ঈর্ষার কারণ। তবে মা-বাবা, সব স্বজন, দেশের-দশের গর্ব সে। সূত্র– এনডিটিভি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ