সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য!

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার সদরের ঈদগাঁওর ডুলাফকির মাজার গেইটের ঢালার দোয়ার (ঝনঝইন্যা ব্রিজ) এলাকায় যাত্রীবাহী মিনিবাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চালকসহ দুইজন নিহত হন, আহত হয়েছেন ১৫ জন।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার কলাতলী উত্তর আদর্শ গ্রামের মোহাম্মদ ইউসুফ ড্রাইভারের ছেলে মাইক্রোবাস চালক মুহাম্মদ ইয়াকুব (২৭) ও মাইক্রোবাসের যাত্রী চকরিয়া পৌরসভার ফুলতলা এলাকার মৃত আমীর হোসেনের ছেলে আলমগীর (৩৫)। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি (ভারপ্রাপ্ত) এসআই জসিম উদ্দিন জানান, যাত্রী নিয়ে কক্সবাজারে যাচ্ছিল মাইক্রোবাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী ‘সরাসরি স্পেশাল’ মিনিবাসটির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে গিয়ে মাইক্রোটি রাস্তার খাদে উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলে মারা যান মাইক্রোবাসের চালক ও এক যাত্রী। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। পরে মালুমঘাট হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায় এবং মরদেহ হাসপাতাল মর্গে পাঠায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ