সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য!

পুলিশি নির্যাতনে টাঙ্গাইলে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

এ ঘটনায় আট পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। নিহত আব্দুল হাকিম (৫৫) উপজেলার ঝাওয়াইল গ্রামের বাসিন্দা ও মাংসের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, বিকালে ঝাওয়াইল টেকনিক্যাল কলেজ মাঠে আব্দুল হাকিমসহ কয়েকজনে তাস খেলছিলেন। এ সময় গোপালপুর থানার এসআই আবু তাহের ও এএসআই আশরাফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ সাদা পোশাকে ওই মাঠে অভিযান চালিয়ে সুরুজ্জামান, হারাধন চন্দ্র, গৌরাঙ্গ চন্দ্র ও রিপন নামে চারজনকে আটক করে।

পুলিশ আব্দুল হাকিমকে মারধর করলে তিনি মাঠেই অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় এলাকাবাসী তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, পুলিশের নির্যাতনেই হাকিমের মৃত্যু হয়েছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ ঘটনায় এসআই আবু তাহের এবং এএসআই আশরাফুল আলম ও ছয়জন কনস্টেবলকে শুক্রবার রাতেই টাঙ্গাইল পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ