মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


মোহাম্মদপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযানে মোহাম্মদপুরে ফুটপাত দখল করা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এছাড়াও ভ্রাম্যমাণ আদালত বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ৪টি রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানকে পাঁচ লাখ টাকা জরিমানা করে।

বুধবার (১৯ জুন) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর বাসস্টান্ড থেকে বেড়িবাধ পর্যন্ত সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় উত্তর সিটি করপোরেশন। অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এরপরই শিয়া মসজিদ এলাকা থেকে তাজমহল রোড পর্যন্ত ভেজালবিরোধী অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে কুটুম বাড়ি রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা ও ফুটপাত দখল করে সিঁড়ি বানানোর দায়ে রেস্টুরেন্টটি সিলগালা করে দেয়া হয়।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ক্যাফে বাগদাদ, তাজ কিচেন, বিএফসি ও মুসলিম সুইটসকে তিন লাখ টাকার বেশি জরিমানা করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান জানান, নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান চালানো হচ্ছে। জনস্বার্থে ঢাকা উত্তর সিটি করপোরেশন এই ধরনের অভিযান চলবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ