মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

ঘুষ ঠেকাতে উপজেলা কর্মকর্তার ব্যতিক্রমী পদ্ধতি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অফিসে ঘুষ ঠেকাতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

অফিসের বাইরে একটি ‘ঘুষ বোর্ড’ স্থাপন করেছেন, যেখানে একজন ভুক্তভোগী গ্রাহক ঘুষ দেয়া নিয়ে তার হেনস্থার ঘটনা সেই বোর্ডে লিখে দিতে পারবেন।

হাটহাজারির উপজেলা নির্বাহী অফিসে উপজেলা নির্বাহী অফিসে সেবা গ্রহণকারীর নিকট এক কর্মচারীর ঘুষ চাওয়া নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। আর তাই ঘুষের প্রবণতা ঠেকাতে এবার এ অভিনব উদ্যোগ নিয়েছেন নির্বাহী কর্মকর্তা।

এ ব্যাপারে কর্মকর্তা রুহুল আমিন বলেন, জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব। তাদের সমস্যা সমাধান ও অন্যান্য সেবা প্রদান করার লক্ষ্যে আমাদের এই অফিস। আমি চাই সম্পূর্ণ ঘুষবিহীন সেবা প্রদান করা হোক আমার অফিসে। এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না।

ঘুষ দেয়া ও নেয়া দুটোই সমান অপরাধ জানিয়ে তিনি বলেন, ঘুষের ব্যাপারে কখনও প্রশ্রয় দেইনি। ঘুষ ঠেকাতে অফিসের দেয়ালে ‘ঘুষ বোর্ড‘ নামে একটা বোর্ড বসিয়ে দিয়েছি। সেখানে ভুক্তভোগীরা বিস্তারিত লিখে যেতে পারবেন। তারপর সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিবো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ