মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

শাহীনের পরিবারকে ১৫ হাজার টাকা অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছিনতাইকারীদের হাতে গুরুতর আহত হওয়া ভ্যানচালক শাহিনের পরিবারকে ১৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

রোববার উপজেলা নির্বাহী অফিসার মুহা. মিজানুর রহমান তার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন।

তিনি জানান, যশোর জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে শাহীনের পরিবারকে ১৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। এছাড়াও কেশবপুর ও পাটকেলঘাটা থানা পুলিশকে ভ্যান ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার করতে বলা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজে গুরুতর আহত শিশু ভ্যান চালক শাহিনের সঙ্গে থাকা আর খালু রবিউল ইসলাম বিকাল সাড়ে ৫টায় জানান, শাহিনের এখনো জ্ঞান ফিরে আসেনি। ডাক্তাররা বলেছেন ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তার জ্ঞান ফিরে আসতে পারে।

পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম রেজা জানান, আসামিদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ