বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

দাওরায়ে হাদীসে হাটহাজারী মাদরাসায় প্রথম ও দ্বিতীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে তাকমীল (মাস্টার্স) এর কেন্দ্রীয় পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১ম ও ২য় স্থান অধিকার করেছে দারুল উলূম হাটহাজারী মাদরাসার ছাত্র আহমদ সালেম নকি ও মাহমুদ সালমান জকি।

তাকমীলের ১০টি বিষয়ে মোট ১হাজার নাম্বারের পরীক্ষায় আহমদ সালেম নকি পেয়েছে ৯৩৯ এবং মাহমুদ সালমান জকি পেয়েছে ৯৩০ নাম্বার।

১ম ও ২য় স্থান অর্জন করায় অনলাইন, অফলাইনে প্রশংসায় ভাসছে জমজ দুই ভাই। দারুল উলূম হাটহাজারীর শিক্ষক-ছাত্ররা কেন্দ্রীয় পরীক্ষায় জামেয়ার শীর্ষস্থান অর্জনের অবদান রাখায় তাদের অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, এ দুই সহোদর দীর্ঘ ৭ বছর কুদুরি জামাত থেকে তাকমীল পর্যন্ত জামেয়া দারুল উলূম হাটহাজারী কর্তৃপক্ষের নিবিড় পরিচর্যায় থেকে পড়ালেখা করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ