আওয়ার ইসলাম: মানুষ ইচ্ছা-অনিচ্ছায় ভুল কিংবা পাপ করে। আর তা তাদের পরকালে নাজাতের অন্তরায় হয়ে দাঁড়ায়। আমরা যেন আমাদের গুনাহ থেকে মাফ পেয়ে নাজাত পেতে পারি সেজন্য হযরত মুহাম্মদ সা. এমন আমল শিখিয়েছেন, যা ছোট এবং পালন করতে সহজ।
গোনাহ মাফ এবং মর্যাদা লাভে ৩টি সহজ আমল: হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমি কি তোমাদের বলব না, আল্লাহ কি দিয়ে তোমাদের গোনাহ মাফ করে দেবেন এবং তোমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন?
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসুলাল্লাহ! হ্যাঁ, (আপনি বলে দিন)। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কষ্ট থাকার পরও ভালোভাবে ওজু করা। মসজিদের দিকে বেশি বেশি আসা-যাওয়া অব্যাহত রাখা। এবং এক নামাজ শেষ করে পরবর্তী নামাজের জন্য অপেক্ষা করা। আর এটাই হলে ‘রিবাত’ (প্রস্তুতি)।’ (মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ)
হাদিসে উল্লেখিত কাজগুলো একনিষ্ঠ নিয়তে আদায় করলেই আল্লাহ তাআলা তার বান্দার গোনাহ মাফ করে দেবেন এবং দুনিয়া ও পরকালে ও বান্দার মর্যাদা বাড়িয়ে দেবেন।
-এএ