শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


তিন স্কুলছাত্রীকে অপহরণ, মাইক্রোবাস থেকে লাফিয়ে পড়ে রক্ষা পেল বর্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের ৩ স্কুলছাত্রীকে অপহরণের ১২ ঘণ্টা পর রাজশাহীর তালাইমাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এক বর্ষা নামের এক ছাত্রীকে।

৭ম শ্রেণির ওই ছাত্রীর নাম মিতা আক্তার বর্ষা। সে জানায়, বুধবার (১০ জুলাই) সকালে গাজীপুরের মাওনা বহুমুখী উচ্চবিদ্যালয়ে যাওয়া পথে তাদের পথ আটকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয়া হয়।

গাড়িতে ওঠানোর পর জোর করে তাদের চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়। গাড়িটি রাজশাহী পৌঁছালে বর্ষা চেতনা ফিরে পেয়ে গাড়ি থেকে লাফ দেয়। তবে এখনও অপর দুই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তারা হলো- জ্যোতি ও মেঘলা।

মতিহার থানার ওসি শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের গাজীপুর থেকে স্কুলে যাওয়ার পথে ধরে নিয়ে যাওয়া হয়। রাজশাহীর সব সড়কে চলছে তল্লাশি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ