বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭


চলন্ত সিএনজি ওপর ধসে পড়ল পাহাড়, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ২ নম্বর রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় ভারী বর্ষণের চলন্ত সিএনজি অটোরিকশার ওপর পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, অজয় বড়ুয়া ও সুজয় মং মরমা।

রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল জানিয়েছেন, রাউজান থেকে বাগান দেখার জন্য একটি সিএনজি অটোরিকশা করে বাঙ্গালহালিয়া থেকে যাওয়ার সময় পথিমধ্যে রাইখালী-বাঙ্গালহালিয়া সড়কের কারিগর পাড়ায় পাশের পাহাড়ধসে অটোরিকশার ওপর পড়লে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এর আগে গেল সোমবার উপজেলার চন্দ্রঘোনার কলাবাগান এলাকায় পাহাড় ধসে দুইজন নিহত হয়েছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ