বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭


বিফ স্যুপ খাওয়ায় মুসলিম যুবককে বেধড়ক মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের তামিলনাড়ুতে বিফ স্যুপ খেয়ে সোশ্যাল মিডিয়ায় দেয়ায় এক মুসলিম যুবককে বেধড়ক পিটালো হিন্দু মাক্কাল কাটচি দলের চার সদস্য।

জানা যায়, সম্প্রতি রেস্তরাঁয় খেতে গিয়ে বিফ স্যুপ খেয়েছিলেন তামিলনাড়ুর নাগাপত্তিনমের বাসিন্দা মহম্মদ ফৈজান। অবসর যাপনের এ মুহূর্ত ফ্রেমবন্দি করে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন৷ তার এ পোস্টটি নজরে আসে হিন্দু মাক্কাল কাটচি দলের এক সদস্যের৷ তা নিয়ে ফৈজানের সঙ্গে তর্কও হয়।

আচমকাই তার বাড়িতে চড়াও হয় বেশ কয়েকজন যুবক৷ কিছু বুঝে ওঠার আগেই ফৈজানকে ঘিরে বেধড়ক মারধর করে তারা৷ ধারাল অস্ত্র এবং লোহার রড দিয়ে তার উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ৷

ভারতীয় গনমাধ্যম এই সময়’এর এক খবরে বলা হয়, বিফ স্যুপ খেয়ে ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সে কারণে মুহাম্মদ ফৈজান নামে ওই যুবককে লোহার রড এবং ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করে তারা৷ গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷ এ অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ