বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে?

কাবিননামা সংশোধন: বায়তুল মোকাররমের খতিবকে হাইকোর্টে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিয়ের কাবিননামায় পাঁচ নম্বর কলামটি রাখা বা তুলে দেয়ার বিষয়ে মতামত জানাতে বায়তুল মোকাররমের খতিবকে অনুরোধ জানিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাকে আগামী সোমবার (২২ জুলাই) হাজির হয়ে মতামত দিতে বলেছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুলাই) এ বিষয়ে একটি রিটের ওপর জারি করা রুলের শুনানিকালে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা।

শুনানিকালে কাবিননামার পাঁচ নম্বর বিধির কোনও প্রয়োজন নেই এবং এমন বিধি ব্যক্তির গোপনীয়তাবিরোধী বলে সুপ্রিম কোর্টের আইনজীবী বেলায়েত হোসেন আদালতে নিজ ব্যাখ্যা তুলে ধরেন।

এরপর আদালত কাবিননামায় পাঁচ নম্বর কলামটি রাখার আদৌ প্রয়োজন রয়েছে কিনা, কলামটি তুলে দেয়া ইসলামি শরিয়তের পরিপন্থী হবে কিনা, সে বিষয়ে মতামত জানাতে বায়তুল মোকাররমের খতিবকে অনুরোধ জানান।

উল্লেখ্য, বিয়ের কাবিননামার পাঁচ নম্বর কলামে জানতে চাওয়া হয়, মেয়ে কুমারী, বিধবা কিংবা তালাকপ্রাপ্ত কিনা?

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ