বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে?

এক যুগ পর আবারো পাসের হার বেশি কুমিল্লা বোর্ডে, কম চট্টগ্রামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক যুগ পর আবারো কুমিল্লা বোর্ডে এবার পাসের হার সবচেয়ে বেশি। এর আগে ২০০৮ সালে এ বোর্ডে পাসের হার ছিলো ৭৭ দশমিক তিন তিন ভাগ। আর এবার ৭৭ দশমিক সাত চার শতাংশ।

পরীক্ষার্থীদের আনন্দ কয়েক গুণ বেশি বলছেন শিক্ষক-শিক্ষার্থীরা। কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফল জানার পরপরই উল্লাসে মেতে ওঠেন পরীক্ষার্থীরা।

এবার সবচেয়ে কম পাসের হার ৬২ দশমিক এক নয় শতাংশ চট্টগ্রামে। বিভিন্ন কলেজে ফল নিতে শিক্ষার্থীরা জড়ো হলেও খুব বেশি ভিড় দেখা যায়নি। ঘরে বসে মোবাইল ফোনে বেশির ভাগ শিক্ষার্থী ফল জেনে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে যাননি অনেকেই।

রাজশাহীতে ফল ঘোষণার পর শিক্ষার্থীরা নানা বাদ্যযন্ত্রের তালে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন কলেজ প্রাঙ্গণে। বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, সবার চেষ্টায় এবার এই বোর্ডে ফল ভালো হয়েছে। এবং ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফল করেছেন।

সিলেট বোর্ডেও ছেলেদের চেয়ে মেয়েদের ফল ভালো হয়েছে। ভালো ফলের জন্য সন্তোষ প্রকাশ করেছেন দিনাজপুরের শিক্ষার্থীরাও। হলিল্যান্ড কলেজের শত ভাগ পরীক্ষার্থী পাস করায় উল্লাসে মেতে ওঠেন সবাই। ময়মনসিংহে বরাবরের মতোই প্রথম সারির কলেজগুলোর ফল ভালো হয়েছে। এতে সন্তুষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা।

ঢাকা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ০৯, চট্টগ্রামে ৬২ দশমিক ১৯, রাজশাহীতে ৭৬ দশমিক ৩৮,সিলেটে ৬৭ দশমিক ০৫,বরিশালে ৭০ দশমিক ৬৫, যশোর বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬৫ ও দিনাজপুরে পাসের হার ৭১ দশমিক ৭৮।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ