শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


প্রতীকি কাবা বানিয়ে চার হাজার শিশুকে হজ প্রশিক্ষণ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার কুয়ালালামপুরে  প্রতীকি কাবা বানিয়ে শিশুদের হজের প্রশিক্ষণ দিল স্থানীয় একটি সংগঠন। এই হজ প্রশিক্ষণে অংশগ্রহণ করে প্রায় চার হাজার মালয়েশিয়ান স্কুল শিক্ষার্থী, যাদের বয়স মাত্র ছয় বছর।  খবর এএফপির।

এএফপির জানিয়েছে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের নিকটে একটি খোলা মাঠে প্রতীকি কাবা বানিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হয়। হজের প্রকৃত নিয়ম মোতাবেক অংশগ্রহণকারী শিশুদের সাদা ইহরামের কাপড় ও হাতে সবুজ রঙের ব্যাজ পরানো হয়। তারপর তাদের দিয়ে কাবার চারদিকে সাত চক্কর দেওয়া (তাওয়াও) ও শয়তানকে পাথর নিক্ষেপ করানো হয়।

এই প্রশিক্ষণ আয়োজনের অন্যতম সংগঠক খাইরিজা কামারুদ্দিন বলেন, শিশুদের ধর্মীয় রীতিনীতি শেখানোর জন্যই এমন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এবং এই হজের মহড়া শিশুরা খুবই উপভোগ করেছে।

https://www.facebook.com/394466937645691/videos/504439040363672/

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ