শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


হাফিজ সাইদকে গ্রেফতার করল পাক প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রভাবশালী রাজনৈতিক নেতা ও জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাইদকে গ্রেফতার করল পাক প্রশাসন। গ্রেফতারের পর তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

বুধবার লাহোর থেকে গুজরানওয়ালা যাওয়ার পথে পাঞ্জাব প্রদেশের কাউন্টার টেররিজম স্কোয়াড তাকে গ্রেফতার করে বলে পাকিস্তানের শক্তিশালী সংবাদমাধ্যম ডন এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, কিছুদিন আগেই পাকিস্তানকে সন্ত্রাস দমনে অবিলম্বে ব্যবস্থা নেওয়া এবং তাদের অর্থ জোগান বন্ধ করার কথা বলেছিল রাষ্ট্রপুঞ্জ। তার পরই পাক সরকার সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত সন্দেহে বেশ ক’জন নেতাকে গ্রেফতার দেখিয়েছে।

দ্যা ডন ছাড়াও পাকিস্তান সংবাদ মাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে বলে সূত্রের খবর। যদিও সরকারি ভাবে পাকিস্তান এখনও হাফিজ সইদের গ্রেফতারি নিয়ে কোনও কিছু ঘোষণা করেনি।

সূত্র: দ্যা ডন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ