শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


বিক্ষোভ মিছিলে ইসরায়েলি হামলা, ৯৭ ফিলিস্তিনি আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৯৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে দুজন চিকিৎসক ও দুজন সাংবাদিকও রয়েছেন বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্র।

শুক্রবার (১৯ জুলােই) গাজাবাসীদের অবরুদ্ধ রাখার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের ভুখন্ড ছেড়ে দেয়ার দাবিতে ইসরাইলি সীমান্তের কাছে ওই বিক্ষোভ মিছিল করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ এপ্রিল থেকে প্রতি শুক্রবার জুমার নামাজ শেষে নিজেদের ভূমি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন ফিলিস্তিনিরা। গত শুক্রবার ছিল এ আন্দোলনের ৬৭তম সপ্তাহ। এ পর্যন্ত এ আন্দোলনে অংশ নেয়া কমপক্ষে ২৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ