রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


প্লাস্টিক হাতে ধরা পড়লেই জরিমানা ৫০০ টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গের দিঘা অঞ্চলে প্লাস্টিক হাতে ধরা পড়লেই জরিমানা হিসেবে দিতে হবে ৫০০ টাকা। প্লাস্টিক মুক্ত শহর গড়ার লক্ষ্যেই এমন আইন চালু করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (২ আগস্ট) সকাল থেকে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাস্তায় নেমে পড়েন সেখানকার জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস। প্রশাসনের এমন উদ্যোগে তিনি ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসককে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পরিবেশ বাঁচাতে এই কড়া উদ্যোগ। সৈকত শহর দিঘাকে প্লাস্টিকমুক্ত করার লক্ষ্যে জরিমানার পথে হাঁটল সেখানকার জেলা প্রশাসন। দিঘায় এবার প্লাস্টিকজাত পণ্য নিয়ে ধরা পড়লেই ৫০০ টাকা জরিমানা গুনতে হবে।

জানা যায়, কোনও ব্যবসায়ী, হোটেল এমনকি পর্যটকরাও যদি প্লাস্টিকের ব্যাগ বা থার্মোকলের থালা-বাটি ব্যবহার করেন, তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সেখানকার প্রশাসন। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ গত বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান।

মাইক হাতে একের পর এক বাজার ঘোরেন তিনি। ফলও মিলেছে হাতেনাতে। অভিযান চলাকালীন ধরা পড়ে কড়কড়ে ৫০০ টাকা গুনতে হল অনেককেই।

পরিবেশ বাঁচানোর এই প্রশাসনিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেখানকার সাধারণ মানুষ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ