বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


হাজিদের পদচারণায় মুখরিত পবিত্র মক্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন


পবিত্র হজ পালনের অপেক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৮ লাখ ধর্মপ্রাণ হজযাত্রী এখন মক্কা ও মদিনায় অবস্থান করছেন। আগামী ১০ আগস্ট পবিত্র হজ পালিত হবে। সামনের দু-এক দিনের মধ্যে হজযাত্রীদের সবাই মক্কায় অবস্থান করবেন।

সৌদি সরকারের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৬ আগস্ট পর্যন্ত মোট ১৭ লাখ ৮৬ হাজার ৪১২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।  তাদের মধ্যে বিমানপথে ১৭ লাখ ৫ হাজার ৯৭৯ জন, সড়কপথে ৯৪ হাজার ৩২৬ ও সমুদ্রপথে ১৭ হাজার ২৫২ জন সৌদিতে গিয়েছেন।

বর্তমানে মোট হজযাত্রীদের মধ্যে মক্কায় ১৭ লাখ ৮৬ হাজার ৪১২ জন ও মদিনায় ৩১ হাজার ৪৩৪ জন অবস্থান করছেন।

এদিকে মক্কা নগরীতে বিশ্বের সব শ্রেণী-পেশার লক্ষ লক্ষ মুসলমানের উপস্থিতিতে কাবা ঘরের চতুর্পাশ মুখরিত হয়ে উঠেছে লাব্বাইক-লাব্বাইক ধ্বনি-প্রতিধ্বনিতে।

ছবি: রয়টার্স

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ