শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


লিবিয়ায় বিমান হামলায় নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ার দক্ষিণাঞ্চলের শহর মারজুকে মার্কিন বাহিনীর বিমান হামলায় ১১ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, সন্দেহভাজন ওই ১১ জন আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত ছিল।

বুধবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্র আফ্রিকা কমান্ডের অপারেশন ডিরেক্টর মেজর জেনারেল উইলিয়াম গেইলার জানান, আইএস জঙ্গিদের নির্মূলের উদ্দেশে এই বিমান হামলা চালানো হয়েছে। যেন লিবিয়ার জনগণকে আক্রমণ করতে না পারে এই জঙ্গিগোষ্ঠী। খবর রয়টার্স।

লিবিয়ার সিরাতে শক্ত ঘাঁটি হারানোর পর আইএস দেশটির দক্ষিণে মরুভূমিতে চলে যায় বলেও জানান তিনি।

এর আগে, ১৯ সেপ্টেম্বর আরেকটি বিমান হামলায় আট জন জঙ্গি মারা গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন বাহিনীর জানায় তারা কোনোভাবেই আইএসকে রাজধানী ত্রিপোলি ও আশেপাশের এলাকায় সংঘবদ্ধ হতে দেবে না।

যুক্তরাষ্ট্র বলছে, আইএস জঙ্গিরা যেন ত্রিপোলির পূর্ব এবং পশ্চিম অঞ্চলের দলগুলোর বিরোধ ব্যবহার করে তাদের ওপর হামলা না চালাতে পারে সেজন্য তাদের সুযোগ দেওয়া যাবে না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ