শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


কুরআন সঙ্গে নিয়ে মহাকাশে রওনা হলেন আমিরাতের সেই নভোচারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মগ্রন্থ পবিত্র আল-কুরআন সঙ্গে নিয়ে প্রথমবারের মতাে মহাকাশে রওনা হলেন আমিরাতের সেই নভােচারী।

মার্কিন মহাকাশ সংস্থা নাসার ঘােষণা অনুযায়ী গতকাল বুধবার আমিরাতের স্থানীয় সময় বিকেল ৫টা ৫৭ মিনিটে কাজাকিস্তানের বাইকনুর কসমােড্রোম থেকে ‘সবুজ এমএস ১৫’-এর মাধ্যমে মহাকাশে যাত্রা শুরু করেন ওই নভােচারী।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।আমিরাতের ওই মহাকাশ নভােচারীর নাম হাজ্জা আল-মানসুরি (৩৪)।

জানা যায়, তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন নভােচারী আমেরিকান জেসিকা মোর এবং রাশিয়ান কমান্ডার ওলেগ স্ক্রিপােচকার।

প্রতিবেদনে বলা হয়, মহাকাশ সফরে ১০ কেজি পণ্য বহন করতে পারবেন হাজা আল-মানসুরি। সে হিসেবে আল-কুরআনের একটি অনুলিপি, পারিবারিক ছবি, খাঁটি সিল্কে বােনা আরব আমিরাতের পতাকা, ‘কিসাতি’ (আমার গল্প) নামক একটি গ্রন্থ, শাযথ জায়েদ বিন সুলতান আল নাহইযানের ছবি এবং ‘আল গাফ’ গাছের ৩০টি বীজ মহাকাশে নিয়ে যাচ্ছেন এই আরবীয় নভােচারী।

ওই নভােচারীর আগামী ৩ অক্টোবর সকাল ১১টা ৩৪ মিনিটে কাজাকিস্তানের হাজায় মহাকাশ স্টেশনে ফিরে আসার কথা রয়েছে। সূত্র: গালফ নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ