শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ট্রাম্পের অনুরোধে ইরানের সঙ্গে মধ্যস্থতা করবেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সঙ্কট সমাধানের লক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অনুরোধ করেছেন বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।এবিষয়ে তিনি ইরানের প্রেসিডেন্ট রুহানির সঙ্গে আলাপ করেছেন বলেও রয়টার্সকে জানিয়েছেন। রয়টার্স,জেরুজালেম পোষ্ট

১৪ সেপ্টেম্বর সৌদি আরবে বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেলক্ষেত্রে হামলার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র,তাদের কাছৈ এবিষয়ে তথ্যপমাণ আছে বলেও দাবি মার্কিন প্রশাসনের।ইয়েমেন-ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে যদিও ইরান তার সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

সোমবার জাতিসংঘের সাধারন অধিবেশনে যোগ দিতে গিয়ে সাইডলাইনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ইমরান। এরপর সাংবাদিকদেও সঙ্গে আলাপকালে তিনি জানান, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাপের পর তাৎক্ষনিকভাবে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে আলাপ করেছি কিন্তু এখনি বিস্তারিত কিছু বলতে পারছি না।’ তিনি আরো জানান, নিউইয়র্ক যাওয়ার আগে তিনি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে রুহানির সঙ্গে আলাপের অনুরোধ জানিয়েছিলেন।

ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে পারমানবিক চুক্তি থেকে সরে এসে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর থেকে গত এক বছরে দু’দেশের মধ্যে বৈরিতা বৃদ্ধি পায়। এর প্রতিক্রিয়ায় ইরান জানায়, ইউরোপীয় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি করাতে ব্যর্থ হলে তারা পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরনের মাত্রা বৃদ্ধি করবে বলে হুমকি দেয়।

মঙ্গলবার জাতিসংঘে দেয়া ভাষনে ট্রাম্প ইরানকে রক্তপাতের পথে থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, আলোচনার এখনো সুযোগ আছে। ইমরানের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, খান এবিষয়ে মধ্যস্ততা করতে পারেন।

তিনি আরো বলেন, যদিও আমরা বৈঠকের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারিনি তবে অনেক মানুষ আমাদের আলোচনার টেবিলে দেখতে চায়। রুহানির নিউইয়র্কে অবস্থানকালে চলতি সপ্তাহেই সম্ভাব্য বৈঠকের সম্ভাবনার কথাও জানান তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ