আওয়ার ইসলাম: সৌদি আরবের রাস্তায় বের হতে হলে মেয়েদের আবায়া বা বোরখা পরা বাধ্যতামূলক। কিন্তু এই নিয়ম যে আর বেশিদিন টিকছে না তা বোঝা গিয়েছিল ক্রাউন্স প্রিন্স মোহাম্মদ বিন সালমান যেদিন নারীদের পোশাকের বিধি-বিধান শিথিল করার কথা বলেছিলেন। কিছুদিন পরে হলেও তার এই কথা বাস্তবায়নে এবার নারীদের পোশাক-নীতিতে শিথিলতা এনেছে সৌদি আরব।
আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, নারীদের উপর পোশাক নীতিমালায় যে কঠোরতা সৌদিতে চালু ছিল তা উঠিয়ে নেয়া হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সৌদি পর্যটনমন্ত্রী আহমদ আল খতিবের বরাতে ডেইলি সাবাহ জানিয়েছে, তবে উল্লেখিত এই আইন শুধুমাত্র বহিরাগত নারী পর্যটকদের উপর প্রযোজ্য। সৌদি নারীদের জন্য নয়।
বিভিন্ন দেশ থেকে যেসব নারী পর্যটকরা সৌদিতে ঘুরতে আসবেন তাদের আবায়া বা বোরকা পরতে হবে না। তবে তারা যে পোশাকই পরবেন তা শালীন হতে হবে বলে এক বিবৃতিতে পর্যটন খাতের প্রধান আহমেদ আল খতিব জানিয়েছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক পর্যটকদের জন্য সৌদি আরবের ভিসা চালু করা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আহমেদ আল খতিব বলেন, পর্যটকরা বিস্মিত হয়ে যাবেন। এখানে ইউনেস্কো ঘোষিত পাঁচটি ঐতিহ্যবাহী স্থান রয়েছে। পর্যটকরা এ দেশের সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।