রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ইরান ও তুরস্ককে সাবধান করলো আরব লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরান ও তুরস্ক আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে দাবি করছেন আরব লীগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গেইত।

সূত্রমতে জানা যায়, মিশরীয় গোয়েন্দা সংস্থার মালিকানাধীন ডিএমসি চ্যানেলে এক অনুষ্ঠানে তিনি আরব রাষ্ট্রসমূহের মধ্যে হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান ইরানকে।

তিনি বলেন, তেহরানের উচিত অন্যদের সাথে মীমাংসায় যাওয়ার আগে নিজেদের নীতিগত পরিবর্তন ঘটানো।

অন্যান্য আরব সঙ্কট প্রসঙ্গে তিনি বলেন, লিবিয়ার সাথে আপাতত কোন কোয়ালিশনে যাওয়া যাবে না তবে সুদান ও ইয়েমেনের সাথে কোয়ালিশন গঠন করলে ভালো হবে।

ইয়েমেনের ভয়াবহ পরিস্থি থেকে বের হওয়ার জন্য প্রত্যেক দলকেই একযোগে কাজ করতে হবে বলে জানান তিনি।

মিশরে সিসি’র ক্ষমতাচ্যুতির আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, প্রত্যেক সামরিক নেতা তার দেশের উন্নয়ন ও সঙ্কট মোকাবেলার সঠিক কৌশল জানেন, এ ক্ষেত্রে কী হবে তার জন্য অপেক্ষা করতে হবে। সূত্র: মিডল ইস্ট মনিটর

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ