রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


ইসলামাবাদে জমিয়তের অবরোধ সফল করতে ৩ অক্টোবর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম : পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম ইসলাম (ফ) ইসলামাবাদে ইতিহাসের সবচেয়ে বড় অবরোধের ডাক দিয়েছে।

আগামী ৩ অক্টোবর বিরোধী দলগুলিকে সাথে নিয়ে এ অবরোধ সফল করতে একটি বৈঠক করবেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।

পাকিস্তানের ডেইলি জংয়ের বরাতে জানা যায়, আগামী ৩ অক্টোবর কেন্দ্রীয় পরিষদের একটি সভা আহ্বান করা হয়েছে।

পিএমএলএন এবং পিপিপিসহ বিরোধী দলগুলির সাথে আবারো যোগাযোগ করা হবে বলেও জানান মাওলানা ফজলুর রহমান।

অন্যদিকে জেআইআই এ সরকার বিরোধী অবরোধে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত করেছে।

বৈঠকে অবরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গরম পোশাক এবং চাদর আনার জন্য অংশগ্রহণকারীদের নির্দেশনাও জারি করা হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম ইতোমধ্যে ইসলামাবাদে লকডাউনের জন্য অর্থ সংগ্রহের প্রচারণা শুরু করেছে, এর আওতায় অনুদানের অনুলিপি জেলা সংস্থাগুলির কাছে প্রেরণ করেছে। কর্মকর্তা ও কর্মীদের কাছ থেকেও ১০০,৫০০, ৫০০০ হাজার টাকা করে সংগ্রহের ঘোষণা দিযেছে।

সূত্র: ডেইলি জং

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ