রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


এক বছরে ইসরায়েলে তিনটি জাতীয় নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক বছরের মধ্যে তিনটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে ইসরায়েলে। দ্রুতই এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

সম্প্রতি অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনে প্রধান দুটি দলের কেউই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবং জোট গঠনের সিদ্ধান্তে আসতে না পারায় তৃতীয় বারের মতো নির্বাচন হতে যাচ্ছেদেশটিত।

ইসরায়েলি একটি রেডিও স্টেশনের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মিডেল-ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের প্রধান দুটি দল লিকুদ এবং ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি আলোচনার মাধ্যমে কোনো চুক্তিতে আসতে পারেনি। আলোচনা ব্যর্থ হওয়ায় দল দুটি একে অপরকে দোষারোপ করছে।

এ কারণে তৃতীয় নির্বাচন ছাড়া আর কোনো পথ খোলা নেই বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিছু দিনের মধ্যেই ইসরায়েলে আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হলে গত এপ্রিল থেকে এখন পর্যন্ত সেখানে তিনটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে যা একটি নজিরবিহীন ঘটনা।

উল্লেখ্য, সম্প্রতি দেশটির দ্বিতীয় জাতীয় নির্বাচনের কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ কারণে ইসরায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন প্রধান দুটি রাজনৈতিক দলকে আলোচনায় বসে জোট গঠন করতে বলে। কিন্তু তারা জোট গঠনে ব্যর্থ হওয়ায় তৃতীয় নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ