আওয়ার ইসলাম: চীনের পূর্বাঞ্চলীয় জিনঝিয়াং প্রদেশে একটি কারখানায় আগুন লেগে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।
রোববার (২৯ সেপ্টেম্বর) নিনজাই গ্রামের ওই কারখানার আগুন লাগার তিন ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
সোমবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের শিল্পখাতে এটাই সর্বশেষ ভয়াবহ দুর্ঘটনা। দ্য রিকি ডেইলি ন্যাচেসিটিজ কোম্পানির মালিকানাধীন ওই ফ্যাক্টরিতে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর পরই সেখান থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন আহত হয়েছে। তাদের চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিনঘাই কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রসঙ্গত, নিরাপত্তা প্রয়োগকারী সংস্থার কার্যক্রম দুর্বল হওয়ায় চীনের শিল্প কারখানায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। গত মার্চে একটি রাসায়নিক স্থাপনায় বিস্ফোরণে হতাহত হয় ৭৪ জন শ্রমিক। জুলাইয়ে মধ্য চীনে গ্যাস স্থাপনায় বিস্ফোরণে ১৫ জন প্রাণ হারায়। গত নভেম্বরে উত্তরাঞ্চলীয় বাণিজ্যিক নগরী জেনজিয়াকাও’তে বিস্ফোরণে ২৩ জন নিহত হয়।
-এএ