রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


পাকিস্তানে ডেঙ্গুর আক্রমণে ২৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে ডেঙ্গু প্রার্দুভাবে এ পর্যন্ত মারা গেছে ২৬ জন। আক্রান্ত হয়েছে ১৪ হাজারের বেশি। ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলায়, কাজ করছেন চিকিৎসকেরা।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। সরকারি স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা জানান, হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে।

এশিয়ার অনেক দেশে এরইমধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে হাজার হাজার মানুষ। এবার রোগটি ছড়িয়ে পড়েছে পাকিস্তানে। রাওয়ালপিণ্ডির একটি হাসপাতালের চিত্র এটি। রাজধানী ইসলামাবাদসহ বড়বড় শহরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিনই।

দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব এবং দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশে এই পর্যন্ত ডেঙ্গু রোগী প্রায় পাঁচ হাজার। উত্তর-পশ্চিমাঞ্চল ও বেলুচিস্তানে এ সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি।

জ্বর, গিটে গিটে ব্যাথা, বমি, র‍্যাশসহ শ্বাসকষ্টজণিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেকে। রক্ত পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু শনাক্ত করা হচ্ছে। বিনামূল্যে দেয়া হচ্ছে সব ধরণের চিকিৎসা।

বেনজির ভূট্টো হাসপাতালের চিকিৎসক রফিক আহমেদ বলেন, এখন পর্যন্ত এ হাসপাতালে সাত হাজারের বেশি রোগী ভর্তি হয়েছে।

শুরুতেই রক্ত পরীক্ষা করা হচ্ছে। যাদের রিপোর্ট পজিটিভ আসছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। চলছে প্রয়োজনীয় সব চিকিৎসা।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই। মশার ওষুধ ব্যবহারসহ মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে হবে বলে জানান তারা।

নেপালে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। গত চার মাসে অন্তত ৬ জনের মৃত্যু এবং আট হাজারের বেশি আক্রান্ত হয়। বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন এবং হুন্ডুরাসেও ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ