ইশতিয়াক সিদ্দিকী
হাটজাজারী প্রতিনিধি
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘ হায়াত কামনা করে দেশবাসীর কাছে বিশেষ দুয়া চেয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
আজ মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দেশবাসীর দোয়া কামনা করে তিনি বলেন, আল্লামা তাফাজ্জল হক হবিগঞ্জী একজন খ্যাতনামা মুহাদ্দিস ও দেশের শীর্ষ আলেম। একজন বুযুর্গ ব্যক্তি তিনি। তিনি আমার আব্বাজান মেশকাত শরীফের বিশ্ববিখ্যাত ব্যখ্যাগ্রন্থ" তানজিমুল আশতাত"রচয়িতা আল্লামা আবুল হাসান রহ. এর হাতে গড়া সুযোগ্য ছাত্র।
‘তিনি জামিয়া উমেদনগর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীসের গুরু দায়িত্ব পালনের পাশাপাশি ওয়াজ-নসিহতের মাধ্যমে মুসলিম উম্মাহর ঈমান আকিদা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইসলামিবিরোধী অপশক্তি নির্মূলে তার ঈর্ষণীয় ভূমিকা ও অবদান রয়েছে।’
হেফাজত আন্দোলনে আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর অবদানের কথা উল্লেখ করে আল্লামা বাবুনগরী বলেন, ২০১৩ সালে বিশ্বনবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষায়, ঈমান-আক্বীদা ও ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদ বিরোধী হেফাজতের আন্দোলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়বে আমীর হিসেবে তার বলিষ্ঠ নেতৃত্ব ও অসাধারণ ভূমিকা ছিলো।
তিনি আরও বলেন, এই বৃদ্ধ বয়সেও মাওলানা সাহেব ইসলাম ও দেশের স্বার্থে নিরলসভাবে দ্বীনের বহুমুখী খেদমত করে যাচ্ছেন।এ মহান বুযূর্গ ব্যক্তিত্বের কাছ থেকে দেশ ও জাতির অনেক কিছু পাওয়ার আছে।
বিবৃতিতে দেশ ও জাতির এই নাজুক সময়ে হক্বের উপর অটল অবিচল ও বাতিলের সাথে আপোষহীন আল্লামা তোফাজ্জল হক হবিগঞ্জীর মতো মর্দে মুজাহিদ আলেম খুব বেশি প্রয়োজন বলে উল্লেখ করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।
দেশবাসীর দোয়া চেয়ে বাবুনগরী আরও বলেন, মহান আল্লাহর দরবারে প্রখ্যাত এই বুযূর্গ আলেমের দ্রুত সুস্থতা লাভ ও দীর্ঘ হায়াতে তাইয়্যেবার জন্য আমি কায়মনোবাক্যে দোয়া করছি। এবং দেশবাসীর কাছেও তার আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া কামনা করছি।
আরএম/