আওয়ার ইসলাম: ঢাকসু কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার অপচেষ্টার প্রতিবাদে সমমনা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের আহবানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দেশের প্রায় সকল ইসলামভিত্তিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সম্মতিতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) বাদ জোহর সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করবে তারা।
গতকাল ৩০ সেপ্টেম্বর ২০১৯ বাদ মাগরিব পুরানা পল্টনস্থ মাওলানা আতহার আলী রহ. মিলনায়তনে বাংলদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। সংবিধানের ২ (ক) অনুচ্ছেদে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া আছে, সেখানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাবিতে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের নামে ইসলামী রাজনীতি বন্ধ করার আধিকার কারো নেই। এটা সুস্পষ্ট সংবিধান পরিপন্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি লেনিন, কার্ল মার্কস ও অন্যান্য উগ্রচিন্তা চেতনার তৎপরতা চলতে পারে, তাহলে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছাত্রসংগঠনগুলো কেনো তাদের ধর্মীয় রাজনীতি করতে পারবে না ?
সভায় ঢাকসুর বেঠকে গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র সংগঠন নিষিদ্ধের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা গ্রহণে ঢাবি প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, ঢাকসুতে এই ধরনের গণবিরোধী ও ইসলাম বিরোধী চিন্ত-চেতনা যারা লালন করে তারা মূলত ধর্মে-কর্মে বিশ্বাসী নয়। তারা হলো উগ্রাবাদী নাস্তিক্যবাদের দোসর। তারা অসাম্প্রদায়িকতা ও মুক্তচর্চার কথা বলে ইসলামকে টার্গেট করেছে। তাই তাদের এই অপচেষ্টা দেশের তওহীদি ছাত্র-জনতা রুখে দিবে ইনশাআল্লাহ।
বাংলদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ওয়ালীউল্লাহর সঞ্চালনায় ছাত্র নেতৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ হাসিবুল ইসলাম, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের (ইসহাক) সভাপতি মোঃ মনসুরুল হক, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের (মামুনুল হক) সভাপতি মোঃ জাকির হোসেন, ইসলামী ছাত্র খেলাফততের সাধারণ সম্পাদক আবুল হাশিম শাহী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের (মাহফুজুল হক) সাধারন সম্পাদক মোঃ উবায়দুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সদস্য মোঃ লোকমান হোসেন, মোঃ সাদসহ প্রমুখ।
আরএম/