রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


পশ্চিম আফ্রিকার বৃহত্তম মসজিদ মাসালাক আল-জানানের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেনেগালের রাজধানী ডাকারে পশ্চিম আফ্রিকার বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের সময় দেশের হাজারো নাগরিক মসজিদ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

মসজিদটি উদ্বোধন করতে শুক্রবার সেনেগালের সরকারী কর্মকর্তাসহকারে সেদেশের হাজার হাজার জনগণ মসজিদ প্রাঙ্গণে সমবেত হয়েছেন। ‘মাসালাক আল-জানান’ নামের মসজিদটি জনসাধারণের সহায়তায় ৩০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হয়েছে।

মসজিদটি নির্মাণের জন্য অধিকাংশ অর্থ ‘মেরিদিহেহ’ তরিকার অনুসারীরা প্রদান করেছে।

এই মসজিদে একসাথে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে। ১৫ হাজার মুসল্লি মসজিদের ভিতরে এবং ১৫ হাজার মুসল্লি মসজিদের প্রাঙ্গণে নামাজ আদায় করতে পারবে। ‘মাসালাক আল-জানান’ নামের এই মসজিদে মোট ৫টি মিনার রয়েছে। এসব মিনারের মধ্যে সবচেয়ে বড় মিনারটি ৭৮ মিটার লম্বা। মাসলাক আল-জানান মসজিদের নির্মাণ কাজ এক দশক আগে সরকার অনুদানপ্রাপ্ত ৬ হেক্টর জমিতে উপরে শুরু হয়েছিল।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ