আওয়ার ইসলাম: রাজধানীর পাঁচ তারকাবিশিষ্ট প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে।
সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং রাত ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
নূর মুহাম্মদ নামে একজন আনসার সদস্য জানান, আনুমানিক রাত ২টার দিকে সোনারগাঁও হোটেলে অবস্থিত সৌদি এয়ারলাইনসের অফিসে আগুন লাগে। এ ঘটনা সম্পর্কে হোটেল কর্তৃপক্ষকে অবগত করা হলে তারা ফায়ার সার্ভিসকে ফোন করে।
সৌদি এয়ার লাইন্সের অফিস কক্ষের আগুন মূল ভবনে ছড়ায়নি। তবে চারতলা বিশিষ্ট সোনারগাঁও হোটেলের দক্ষিণ পাশের এই এক্সটেনশন বিল্ডিং এর ৩ তলা পর্যন্ত অগ্নিকাণ্ডের ছাপ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মকর্তা।
-এএ