আওয়ার ইসলাম: মোল্লা মোহাম্মদ ব্রাদারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের তালেবান প্রতিনিধি দল ইসলামাবাদ সফরে এসেছেন।
আজ বুধবার পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও খলিলজাদসহ তালিবান প্রতিনিধদল পাকিস্তান পৌঁছেছেন।
তালেবান মুখপাত্র সোহেল শাহীন পশতুতে দেয়া এক টুইটার বার্তায় বলেন তালিবানের প্রবীণ নেতা মোল্লা মোহাম্মদ ব্রাদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে।
তালেবান প্রতিনিধিরা পাকিস্তানি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আফগান শান্তি প্রক্রিয়াসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
সোহেল শাহীন বলেন, তালেবানকে এই সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তালেবানরা এর আগে আফগান শান্তির বিষয়ে রাশিয়া, চীন ও ইরানসহ বেশ কয়েকটি দেশ সফর করেছেন, সে ধারাবাহিকতায় আজ তারা পাকিস্তান সফর করছেন।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালেবানদের মধ্যে একটি শান্তি চুক্তি গত মাসে সফল হতে চলেছিল, কিন্তু তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষর করতে অস্বীকার করায় পুরো শান্তি প্রক্রিয়াটি ব্যর্থ হয়ে যায়।
সূত্র: আল-আরাবিয়া অবলম্বনে আবদুল্লাহ তামিমের অনুবাদ
-এটি