আওয়ার ইসলাম: কানাডায় শুরু হয়েছে ‘ইসলামি ইতিহাস মাস’। এক মাসব্যাপি এ আয়োজনের অংশ হিসেবে কানাডার সকল ইসলামি সেন্টার, মসজিদ ও ইসলামি স্কুলগুলোতে প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান, কর্মশালা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।
মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানী অটোয়াতে বিশেষ প্রামাণ্যচিত্র ‘14 & Muslim’ বিনামূল্যে প্রদর্শনের মাধ্যমে মাসব্যাপী আয়োজনের সূচনা হয়েছে।
এছাড়াও সেদিন অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর দ্যা স্ট্যাডি অব ইসলামের উদ্যোগে ‘লিওনার্দো দ্যা ভিঞ্চি: বাগদাদ থেকে বায়েজিদ’ (Leonardo da Vinci: from Bagdad to Bayezid) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, কানাডায় প্রতিবছর অক্টোবর জুড়ে ইসলামী ইতিহাস মাস উদযাপন করা হয়। এ উপলক্ষে ইসলামের পরিচিতিসূচক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১১ সালের হিসাব অনুযায়ী কানাডাতে দশ লক্ষের অধিক মুসলমানের বসবাস রয়েছে, যা কানাডার মোট জনসংখ্যার ৩.২ শতাংশ।
আরএম/