সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

দারুল উলুম দেওবন্দে এসে অবাক হলেন মক্কা-মদিনার দায়িত্বশীলরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ্ আশরাফী
দেওবন্দ থেকে

পবিত্র হারামাইন শারিফাইন অর্থাৎ পবিত্র হারাম শরিফের দায়িত্বশীল শায়েখ জামাল মুহাম্মদ ইউসুফ এবং মসজিদে নববীর প্রধান দায়িত্বশীল শায়েখ ওয়ালিদ বিন সাঈদ গতকাল উপমহাদেশের ঐতিহাসিক দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে এসে অভিভূত হয়েছেন।

পরিদর্শনকালে মেহমানদ্বয় দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মুফতি আবুল কাসেম নোমানী আরব শায়েখদের সামনে দারুল উলুম দেওবন্দের ইতিহাস এবং ইলমী ময়দানে আকাবিরে দেওবন্দের নজিরবিহীন খেদমতের কথা তুলে ধরেন।

এর আগে মেহমানদ্বয় দারুল উলুমে পৌঁছলে মুফতি আবুল কাসেম নোমানী তাদের অভ্যর্থনা জানান। এসময় মেহমানরা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করে বলেন, দারুল উলুম দেওবন্দ আমাদের মুসলিম জাতির অন্যতম শ্রেষ্ঠ মারকাজ।

তারা মুফতি আবুল কাসেম নোমানীর কাছে দারুল উলুমের খরচ কীভাবে নির্বাহ করা হয় জানতে চাইলে তিনি বলেন, এখানে কোন সরকারি অনুদান নেয়া হয় না,সাধারণ মুসলমানদের দানেই দারুল উলুমের যাবতীয় খরচ নির্বাহ করা হয়। তখন মেহমানদ্বয় আশ্চর্য হয়ে যান যে, এতবড় এদারা সরকারি অনুদান ছাড়া কিভাবে চলে!

এ সময় মসজিদে নববীর প্রধান দায়িত্বশীল শায়েখ ওয়ালিদ বিন সাঈদ বলেন, দারুল উলুম দেওবন্দ এবং আকাবিরীনে দেওবন্দের ইতিহাস আমি অনেক কিছুই পড়েছি এবং শুনেছি। সব সময়ই এখানে আসার প্রচন্ড ইচ্ছে ছিলো, আমার জন্য খুবই খুশির ব্যাপার হলো দারুল উলুম দেওবন্দের মতো এতবড় এদারায় আমার আসার সুযোগ হয়েছে।

তিনি বলেন, অবশ্যই দারুল উলুম দেওবন্দ মুসলিম জাতির অন্যতম শ্রেষ্ঠ মারকাজ, যে মারকাজের ইলমী ফয়েজ পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ছে।

বৈঠক শেষে মেহমানদের দারুল উলুম দেওবন্দের তাখাসসুস ফিল আদবের সিনিয়র উসতায মাওলানা আরিফ জামিলদারুল উলুমের ঐতিহ্যবাহী প্রাচীন লাইব্রেরি, মসজিদে রশীদ, মাতবাখ এবং জাদীদ শাইখুল হিন্দ লাইব্রেরি ভবন পরিদর্শন করান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ