মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


শঙ্কামুক্ত হয়ে মাদরাসায় ফিরলেন আল্লামা আব্দুর রব ইউসূফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি  আল্লামা আব্দুর রব ইউসূফী বর্তমানে শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি জামিয়া শায়খ জাকারিয়া রহ.মাদরাসায় বিশ্রামে আছেন। তবে আজ শারীরিক অবস্থার পর্যবেক্ষণে কয়েকটি মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করবেন ডাক্তাররা।

চিকিৎসকরা জানিয়েছেন, আল্লামা ইউসুফীর বর্তমান শারীরিক অবস্থা আশংকামুক্ত। তবে পরিপূর্ণ সুস্থতা ও দুর্বলতা কাটিয়ে উঠতে দীর্ঘ বিশ্রামে থাকতে হবে।

এদিক, অসুস্থ নেতাকে দেখতে মঙ্গলবার রাতে রামপুরাস্থ জামিয়া শাইখ যাকারিয়া মাদরাসায় যান দলের নেতাকর্মীরা।  এসময় তারা আল্লামা ইউসুফীর সাথে কিছু সময় কাটান এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন। জমিয়ত নেতৃবৃন্দ অসুস্থ নেতার দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘ হায়াতের জন্য বিশেষভাবে দোয়া করেন।

নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক, আল্লাামা জুনায়েদ আল-হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি মুনির হোসাইন কাসেমী , সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নাজমুল হাসান, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় সদস্য মাওলানা মুনির আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, মঙ্গলবার (১ অক্টোবর) সকালে আল্লামা আব্দুর রব ইউসূফী  হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে বাড়িতেই ডাক্তারের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকদের পরামর্শে নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটিস্ক্যান টেস্টে মাইনর ব্রেইন স্ট্রোক নির্ণয় হয়। চিকিৎসক প্রয়োজনীয় ঔষধ দিয়ে বাসায় পাঠিয়ে দেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ