রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


আফগান শান্তি আলোচনায় প্রস্তুত পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এবং আফগান তালেবান প্রতিনিধিরা আফগান শান্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সম্মতি জানিয়ে বেশ কয়েকটি ক্ষেত্রে আলোচনার জন্য সহিংসতা বন্ধ করা উচিত বলে মনে করেন তারা।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায়, শান্তি আলোচনা বৈঠকের ঘোষণা করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, আফগান তালেবান প্রতিনিধিরা আফগান শান্তি প্রক্রিয়া দ্রুত পুনঃস্থাপনের বিষয়ে একমত হয়েছে। আর আফগান শান্তি প্রক্রিয়া পুনরুদ্ধারে পাকিস্তান সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, পাকিস্তান, আফগানিস্তানে দ্বিপাক্ষিক সম্পর্ক, সাংস্কৃতিক, ঐতিহাসিক। পাকিস্তান বিশ্বাস করে যে যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়; আফগানিস্তানের বিষয়ে বিশ্ব আমাদের অবস্থানকে সমর্থন করছে বলে স্থায়ী ও টেকসই শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসেতে পারে। আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তান অগ্রণী ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, গত বুধবার মোল্লা মোহাম্মদ ব্রাদারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের তালেবান প্রতিনিধি দল ইসলামাবাদ সফরে আসেন। পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও খলিলজাদসহ তালিবান প্রতিনিধদল শান্তি আলোচনায় অংশ নেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ