রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


নজরদারি আরও বাড়াতে জম্মু-কাশ্মিরে ৫০ ড্রোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের অযাচিত হস্তক্ষেপে ভারত অধিকৃত কাশ্মিরের মুসলমানরা তাদের সাংবিধানিক অধিকার হারানোর পর ভারতীয় কর্তৃপক্ষের কড়া নজরদারিতে রয়েছে।

গত ৫ আগস্ট দেশটির সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের প্রায় দুই মাস হতে চললেও এখন পর্যন্ত জম্মু-কাশ্মিরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই।

সেখানে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরমধ্যেই উপত্যকায় নজরদারি আরও বাড়াতে চলেছে ভারত। এ লক্ষ্যে স্থানীয় পুলিশকে ৫০টি ড্রোন দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মির পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার পুলিশকে বিশাল এক ড্রোনের বহর ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। বলা হচ্ছে, বিক্ষোভকারী ও স্বাধীনতাকামীদের শনাক্ত এবং প্রতিহত করতে সহায়তা করবে এসব ড্রোন।

দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পরই ড্রোন কেনার জন্য টেন্ডার আহ্বান করেছে জম্মু-কাশ্মির পুলিশ। চলতি মাসেই এ সংক্রান্ত সব প্রক্রিয়া শেষ করে ড্রোনগুলো আকাশে উড়বে।

কাশ্মির পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, দরপত্র অনুযায়ী ড্রোন ক্রয়ের প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে। এরপরই সেগুলোর ব্যবহার শুরু করবে পুলিশ।

ড্রোন কেনার বিষয়ে ভারত সরকার বা কাশ্মিরের কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। দেশটির গণমাধ্যম বলছে, উপত্যকার পাহাড়ি ও দুর্গম এলাকায় নজরদারি বাড়াতে উন্নত প্রযুক্তির ড্রোন কেনা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ