আওয়ার ইসলাম: ইতালির পাদোভায় স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ইমামের নাম জানা না গেলেও তিনি বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ২৩ বছর বয়সী ওই ইমাম বাংলাদেশ নাগরিক। পাদোভা ইসলামিক কালচারাল সেন্টার নামে মসজিদে শিশুদের কোরআন শরীফ পড়াতেন তিনি।
প্রতিষ্ঠানটিতে ইতালীয় বাংলাদেশিদের শিশুও কোরআন শিক্ষা নিতে যায়। পাঁচ থেকে দশ বছর বয়সী কয়েকজন শিশুকে পড়াবার সময় একটি শিশু পড়া না দিতে পারায় তাকে বেত দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে ওই ইমামের বিরুদ্ধে।
পুলিশ জানায়, আটক ইমামকে আদালতে হাজির করা হবে। তবে তার নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তার বাড়ি নরসিংদীতে বলে জানা গেছে।
ইতালির আইনে ১৮ বছরের নিচে যেকোনো শিশুকে মারধর করা অপরাধ।কয়েকজন প্রবাসী জানান, ইসলামিক সেন্টারটি এখানকার প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগেই প্রতিষ্ঠিত।
এদিকে জানা গেছে, এ ঘটনার আগেই শাহাদাতের স্টে-পারমিটের মেয়াদও শেষ হয়ে গেছে।
-এটি