রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরান দাবি করেছে, তাদের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ষড়যন্ত্র করেছিল দখলদার ইসরায়েল। তবে সে ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে ইরান।

আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান হোসেইন তায়েব বৃহস্পতিবার তেহরানে সংস্থাটির কমান্ডারদের এক সমাবেশে এ তথ্য জানান বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম।

হোসেইন তায়েব বলেন, গত মাসে দক্ষিণ ইরানের কেরমান প্রদেশে ইমাম হোসেন রা.- এর শাহাদাৎবার্ষিকীর শোকানুষ্ঠানে বিস্ফোরণ ঘটিয়ে তাকে (কাসেম সোলাইমানি) হত্যার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু এর আগেই ষড়যন্ত্রকারীদের আটক করা সম্ভব হয়।

তিনি আরও বলেছেন, হিব্রু-আরব ইনটেলিজেন্স সার্ভিসেসের সদস্যরা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরানে প্রবেশ করে। তারা কেরমান প্রদেশে জেনারেল সোলাইমানির মরহুম বাবার হোসাইনিয়া বা ধর্মীয় প্রতিষ্ঠানের পাশেই একটি জমি কিনে সেখানে থেকে সুড়ঙ্গ তৈরি করতে চেয়েছিল।

পরে ওই সুড়ঙ্গ দিয়ে তারা ৩৫০ কেজি থেকে ৫০০ কেজি বিস্ফোরক হোসাইনিয়ার নিচে নিয়ে যেতে চেয়েছিল।

খবরে বলা হয়েছে, তারা ভেবেছিল প্রতি বছরের মতো এবারও যখন জেনারেল সোলাইমানি ইমাম হোসেন রা.-এর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে তাসুয়া ও আশুরার অনুষ্ঠানে অংশ নেবেন তখন তারা বিস্ফোরণ ঘটাবে।

কিন্তু এর আগেই ইরানের গোয়েন্দারা বিষয়টি বুঝতে সক্ষম হন এবং তারা আইআরজিসির প্রধানের নির্দেশে ইসরায়েলি ও আরব গুপ্তচর নেটওয়ার্কের তিন সদস্যকে আটক করেন। আটক ব্যক্তিদের ওপর অনেক দিন ধরেই আইআরজিসি নজর রেখেছিল বলেও জানানো হয়।

প্রসঙ্গত, সন্ত্রাসী গোষ্ঠী আইএস-বিরোধী অভিযানে সাফল্যসহ বিভিন্ন অঙ্গনে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য কাসেম সোলাইমানি বিশ্বের অন্যতম জেনারেল হিসেবে পরিচিতি পেয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ