আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে ইসলামাবাদ অবরোধের ডাক দিয়েছে দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম। আগামী ২৭ অক্টোবর ‘আজাদী মার্চ’ নামে ওই অবরোধ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে দলটি।
তবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি মাওলানা ফজলুর রহমানকে অবরোধ নিয়ে আরও একবার বিবেচনা করে দেখার অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, অবরোধ করা মাওলানা ফজলুর রহমানের অধিকার। কিন্তু এটা ২৭ অক্টোবর না করলে ভালো হয়। কারণ এ দিনে কাশ্মীরের শোক দিবস। এ দিনে পুরো দুনিয়া শোক দিবস পালন করবে। আর তারা আন্দোলন করবেন এটা ভালো দেখা যায় না। খবর সামা নিউজের।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কাশ্মীরিদের প্রতি সংহতি প্রকাশ করা আমাদের জন্য অবশ্যকীয় কাজ। ভারত কাশ্মীরকে অবৈধভাবে দখল করেছে। আমরা যদি ২৭ অক্টোবর প্রতিবাদ বা অবরোধ করি তাহলে ভারতীয় অবস্থান আরও শক্তিশালী হবে। এজন্য কাশ্মীরের দিকে তাকিয়ে মাওলানা ফজলুর রহমানকে ২৭ অক্টোবরে অবরোধ বিষয়ে আবারো চিন্তা করতে আহ্বান জানাবো আমরা।
প্রসঙ্গত, মাওলানা ফজলুর রহমানের সরকারবিরোধী আন্দোলনে সমর্থন দিতে যাচ্ছে পিপলস পার্টি ও মুসলিম লীগ।
গত মঙ্গলবার ইসলামাবাদে পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি ও মুসলিম লীগ সভাপতি শাহবাজ শরিফের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকে তারা মাওলানা ফজলুর রহমানের আন্দোলনে সমর্থন দেয়ার কথা জানান।
বৃহস্পতিবারও মাওলানা ফজলুর রহমানের সঙ্গে বিলাওয়াল ভুট্টো জারদারি সাক্ষাৎ করেছেন। এছাড়া আজাদী মার্চে সরাসরি অংশগ্রহণের ব্যাপারে দলের জরুরি বৈঠক ডেকেছে নওয়াজ শরীফের মুসলিম লীগ।
এর আগে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে আগস্টের মধ্যে পদত্যাগ করতে সময়সীমা বেঁধে দিয়েছিলেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের আমির ও মজলিসে মুত্তাহাদা আমলের প্রধান মাওলানা ফজলুর রহমান।
সরকারকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে তিনি বলেছিলেন, যদি আগস্টের মধ্যে ইমরান খান পদত্যাগ না করে তাহলে অক্টোবরে সারা দেশ ইসলামাবাদ অভিমুখে মার্চ করবে।
মাওলানা ফজলুর রহমান বলেন, আগামী অক্টোবরের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে। এটা করলে তারা ইসলামাবাদ মার্চ থেকে নিজেদের রক্ষা করতে পারবে।অন্যথায় গোটা দেশ সেই মার্চে যোগ দেবে।
এদিকে মাওলানা ফজলুর রহমান গ্রেফতার হচ্ছেন বলে গুঞ্জন উঠেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে।
ডেইলি সামা নিউজ অবলম্বনে আবদুল্লাহ তামিম
-এটি