আওয়ার ইসলাম: ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ গ্রেনেড হামলায় চার বেসামরিক আহত হয়েছেন।
টিআরটি ওয়ার্ল্ড কাশ্মীর পুলিশের বরাতে জানায় ঘটনাটি আজ শনিবার অনন্তনাগে ঘটেছে। একটি সরকারি ভবনের কাছে এ বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে এক সাংবাদিকও আছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা।
স্থানীয় পুলিশ হামলার জন্য বিভিন্ন সংগঠনকে দায়ী করেছেন।
উল্লেখ্য, কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বিলুপ্ত হওয়ার পর দেশটিন পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠেছে। মোবাইল ফোন, ইন্টারনেট এবং যোগাযোগ এখনও বন্ধ আছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড উর্দু থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
-এটি