আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে কানসাস অঙ্গরাজ্যের একটি বারে গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। গতকাল রোববার স্থানীয় সময় দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ জানায়, অভিযুক্ত হামলাকারী একজন স্প্যানিস ভাষাভাষির (হিসপানিক) মানুষ। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন।
তবে কী কারণে তিনি এ হামলা চালিয়েছে এবং এখন তার অবস্থান কোথায় সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। পুলিশের মুখপাত্র থমাস টমাসিক বলেন, হামলার পেছনে একজনের বেশি লোক জড়িত কিনা তা এখনো জানা যায়নি।
টেক্সাসে দুটি পৃথক হামলায় ৪৪ জনকে হত্যার কয়েকদিনের মাথায় এ হামলার ঘটনা ঘটল।
-এএ