রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

এনআরসি নিয়ে অমিত শাহের উদ্দেশ্যে যা বললেন মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলেমায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাহমুদ মাাদানী বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মনে হচ্ছে, আসামের ডিটেনশন ক্যাম্পে শুধুমাত্র মুসলিমরাই থাকবেন।

মাহমুদ মাদানি সতর্ক করে বলেন, যদি তা ঘটে, তাহলে ভারতের নাম খারাপের পক্ষে তা যথেষ্ট হবে। তাছাড়া অনৈতিক বাহিনীগুলিও দেশের ইমেজ খারাপ করতে ঝাঁপিয়ে পড়বে।

শাহের ভাষণ বিষয়ে তিনি বলেন, যদি সরকার অনুপ্রবেশকারীদের নিয়ে ভয় পেয়ে থাকে, তাহলে কোনও অনুপ্রবেশকারীকেই ভারতে ঢুকতে দেয়া উচিত নয়। তা যেকোনও মূল্যেই হোক।

মাদানী সাফ জানিয়ে দিলেন,  ভারত জুড়ে এনআরসি পরিচালিত হলে কোনও সমস্যা নেই। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সুর থেকেই বোঝা যাচ্ছে যে তিনি মুসলমানদের টার্গেট করে এনআরসি প্রসঙ্গ তুলেছেন। এ জাতীয় মনোভাব ভারতীয় সমাজের বিভিন্ন অংশের মধ্যে বিদ্বেষ তৈরি করবে এবং শত্রুতা বাড়িয়ে তুলবে।

তিনি বলেছেন, ধর্মের ভিত্তিতে পার্থক্য ও বৈষম্য সংবিধানের ১৪ থেকে ১৫ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের বিরোধিতা করে এবং জাতিসংঘ কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করবে।

এর আগে ১ অক্টোবর নেতাজি ইন্ডোরের ভাষণে অমিত শাহ বলেছেন,সরকার এনআরসির মাধ্যমে অনুপ্রবেশকারীদের ছুড়ে ফেলবে। এনআরসি নিয়ে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধধর্মাবলম্বীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। কেননা তাদেরকে নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে ভারতের নাগরিকত্ব দেয়া হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ