আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক সেনাশাসক ও অল পাকিস্তান মুসলিম লীগের (এপিএমএল) প্রতিষ্ঠাতা পারভেজ মোশাররফ হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেছেন, ইসলামাবাদের বিরুদ্ধে ভারত যদি কোনো রকম ‘মিস অ্যাডভেঞ্চার’ বা অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানি সেনাবাহিনী তাদের শিক্ষা দেবে।
তিনি রোববার ভারতকে সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত কোনো হামলা চালালে তার পাল্টা জবাব দেবে পাকিস্তান।
দুবাই থেকে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য রাখছিলেন পারভেজ মোশাররফ। স্বেচ্ছা নির্বাসনে থাকা এই নেতা রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছেন। খবর জি নিউজ-এর।
এ সময় তিনি বলেন, পাকিস্তানের শান্তির পক্ষে অবস্থান থাকলেও বিভিন্ন সময়ে হুমকি দিচ্ছে ভারত। তাই এমন হামলা হলে শেষ রক্তবিন্দু দিয়ে পাকিস্তানি জাতি ও সেনাবাহিনী লড়াই করবে। সম্ভবত কারগিল যুদ্ধের কথা ভুলে গিয়েছে ভারতের সেনাবাহিনী।
বিরল এক রোগে ভুগছেন মোশাররফ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা আছে পাকিস্তানে। ২০১৬ সালে তিনি চিকিৎসার নাম করে দুবাই পাড়ি জমান। তারপর আর দেশে ফেরেননি। দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হতে পারে।
আরএম/