শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


আড়াই বছরেও উদ্বোধন হয়নি বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ আড়াই বছরেও উদ্বোধন হয়নি বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। বালাগঞ্জ উপজেলা সদরের ডাকবাংলোর পাশেই নির্মাণ করা হয়েছে বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি।

দৃষ্টিনন্দন ৩ তলা বিশিষ্ট এই ভবনটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্বাবধানে অর্থায়ন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

২০১৭ সালে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর নির্মানে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা। ভবনটির ১ম ও ২য় তলায় রয়েছে বেশ কয়েকটি দোকান-কোঠা এবং ৩য় তলায় রয়েছে একটি কনফারেন্স রুম ও উপজেলার মুক্তিযোদ্ধাদের জন্য একটি অফিস রুম। নান্দনিক এই ভবনটি নির্মাণ করায় আনন্দিত হয়েছে বালাগঞ্জের মুক্তিযোদ্ধাসহ সর্বমহলের মানুষ।

বালাগঞ্জ উপজেলা উপ সহকারী প্রকৌশলী (এলজিইডি) মোশারফ হোসাইন বলেন, ভবনটি থেকে আয়কৃত টাকা দিয়ে উপজেলার মুক্তিযোদ্ধাদের কল্যাণেই ব্যয় করা হবে।

তিনি আরও বলেন, ভবনটির কাজ প্রায় শেষ, এখন শুধু মাত্র বিদ্যুৎ সংযোগের বাকি রয়েছে। আশা করা যাচ্ছে এক মাসের মধ্যেই বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য কাজ শেষ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরিত করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ