আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রতিরক্ষা ও সুরক্ষার জন্য যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এবং তা মুকাবিলা করার জন্য পাক-সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভাওলপুর সেনাপ্রশিক্ষণ মহড়া-কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
উর্দু গণমাধ্যম ডেইলি জং পাক-সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের (আইএসপিআর) সূত্রে জানায়, সৈন্যদের ট্রান্সফ্রন্টিয়ার হামলার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের জন্য সেনাপ্রধান জেনারেল বাজওয়া ভাওয়ালপুর আসেন এবং সৈনিকদের প্রশিক্ষণের ওপর সন্তুষ্টি প্রকাশ করে ওই মন্তব্য করেন তিনি।
মহড়ায় যৌথভাবে প্রশিক্ষণ দিচ্ছেন পাক-সেনাবাহিনীর একদল শক্তিশালী বৈমানিক। একইসঙ্গে সৌদির একদল চৌকস সেনাকর্মকর্তা।
জেনারেল কামার জাভেদ বাজওয়া যৌথ এই মহড়া প্রশিক্ষণ কার্যক্রমের ব্যাপক প্রশংসা করেছেন। বিশেষত সৌদি স্থলবাহিনীর উচ্চ প্রশিক্ষণ তাকে মুগ্ধ করেছে বলেও জানান জেনারেল বাজওয়া।
ডেইলি জং অবলম্বনে বেলায়েত হুসাইনের অনুবাদ
আরএম/