সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত জারি দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় শেষ হচ্ছে মঙ্গলবার ‘জয় শ্রী রাম’ না বলায় ইমামকে বেধড়ক পেটাল উগ্র হিন্দুরা! আন্তর্জাতিক ইসলামি বইমেলায় কওমি শিক্ষার্থীদের লিটলম্যাগ কর্নার নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং’ কর্মশালা মঙ্গলবার  রবিউস সানি মাসের চাঁদ দেখতে বসছে কমিটি আজহারীর বর্ণনায় নবীজির শারীরিক ও চারিত্রিক সৌন্দর্য জিরি মাদরাসা পরিদর্শনে এসে সৌদি শায়খের বিমুগ্ধতা ফিলিস্তিনকে প্রভাবশালী ৪ রাষ্ট্র স্বীকৃতি দেওয়ায় ক্ষুব্ধ নেতানিয়াহু

টাঙ্গাইলে মাভাবিপ্রবির ভর্তি পরীক্ষায় আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ১ম দিনের ভর্তি পরীক্ষা চলাকালীন ইলেকট্রনিক্স ডিভাইসসহ দুই জন আটক করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার আহসান হাবিব ও একই এলাকার আতিকুর রহমান। আহসান হাবিবকে টাঙ্গাইল শহরস্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ ও আতিকুর রহমানকে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে আটক করা হয়। তারা টাঙ্গাইল সৃষ্টি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত অন্যান্য সম্ভাব্য সদস্যদের শনাক্তকরণের জন্য তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

প্রসঙ্গত, ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৮১৫টি আসনের জন্য মোট পরীক্ষার্থী সংখ্যা ৬০ হাজার ৩৬৬ জন। এমসিকিউ পদ্ধতিতে শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে ‘এ’ ইউনিটে মোট ২৬টি কেন্দ্রে ও বিকেলে ‘বি’ ইউনিটে ৩৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার (৭ ডিসেম্বর) সকালে ‘সি’ ইউনিটে ১৪টি কেন্দ্রে ও বিকালে ‘ডি’ ইউনিটে ৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ